গাইবান্ধার সাঘাটায় জাতীয় পার্টির উদ্যোগে নেতাকর্মীদের আর্থিক সহায়তা প্রদান 367 0
গাইবান্ধার সাঘাটায় জাতীয় পার্টির উদ্যোগে নেতাকর্মীদের আর্থিক সহায়তা প্রদান
সাঘাটা(গাইবান্ধা) থেকে,আনোয়ার হোসেন:
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপির রোগমুক্তি কামনা ও জাতীয় পার্টি কর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গত বুধবার দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নে ঘুড়িদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সাঘাটা উপজেলার জাতীয় পার্টির দুইশতাধিক নেতাকর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও বিরোধী দলীয় নেত্রী ও রওশন এরশাদ ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ারম্যান ও গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা । বিশেষ অতিথি ছিলেন সদস্য জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি ও জেলা পার্টির যুগ্ম আহবায়ক শাহ জাহান খান আবু,জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি সদস্য সরোয়ার হোসেন শাহীন,রেজাউন্নবী রাজু, জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটি অর্থ সম্পাদক ও জেলা জাতীয় শ্রমিক পার্টি সভাপতি,অধ্যক্ষ কাজী মো: মশিউর রহমান,অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন,জাতীয় পার্টিকে সুসংঘটিত করতে হলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে মূল্যায়ন করতে হবে এবং আগামী নির্বাচনে সকল নেতাকর্মীদেরকে একসঙ্গে কাজ আহবান জানান তিনি অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।